বটেশ্বেরে ভারতীয় চিনিসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৮:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে আবার পুলিশের অভিযানে ধরা পড়েছে এক ট্রাক ভারতীয় চোরাই চিনি। এসময় মোঃ আলা উদ্দিন (৪২) নামের একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ৪ টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় ট্রাকসহ তাকে আটক করে পুলিশ। তিনি জেলার জৈন্তাপুর উপজেলার পশ্চিম ঠাকুরের মাটি এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশানর (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪ টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় একটি ট্রাক আটক করে পুলিশ। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৯৯ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করা হয়। এসময় চোরাই চিনিসহ ট্রাকটি জব্দ করে ও সঙ্গে থাকা চোরাকারবারিকে আটক করে পুলিশ। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।