সাইফুর রহমান স্মৃতি সংসদের আলোচনা সভা ও ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫১:২৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুশিয়ারা পাড়ের খেয়াঘাটবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান স্মরণে আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাইফুর রহমান স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা ও ত্রাণ বিতরণে কমর উদ্দিন মেম্বার’র সভাপতিত্বে ও আব্দুল হাকিম টিটু ও আবুল ফতেহ ফাত্তাহ’র যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি জামি আহমদ, উত্তরভাগ ইউনয়নের সাবেক চেয়ারম্যান কবির মিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক চৌধুরী মামনুন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সাজিব, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এড. সাইদ আহমদ আদনান, ছাত্রদলের সরকারি কলেজের আহবায়ক সদস্য মোতাহের হোসেন তানিম প্রমুখ। পরে ৩ শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী উপহার দেওয়া হয়।