সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৩:৪০ অপরাহ্ন
বৃহত্তর খাদিম নগর ও এয়ারপোর্ট ইউনিটের বিএনপি ও যুবদল এবং ছাত্রদলের পক্ষ থেকে নব-গঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে কালাইউরা মার্কেটে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মহব্বত আলী, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, মহানগর যুবদল সহ-সাধারণ সম্পাদক রাজু আহমদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, আব্দুল আলীম,মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, জেলা যুবদলের তথ্য যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. সাজেদুল ইসলাম সাজু. সহ-ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জুনেদ আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আর এই নতুন সময়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই দুই কমিটিতে একঝাঁক তারুণ্যদীপ্ত নেতা স্থান পেয়েছেন, যারা গত ১৫টি বছর হামলা-মামলায় জর্জরিত ছিলেন। দলের জন্য জীবনের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছেন তারা। তাদের কাছ থেকে সমাজ অনেক ভালো কাজ উপহার পাবে, সেই সঙ্গে দল পেয়েছে একটি বলিষ্ট নেতৃত্বের হাত। আগামী দিনে সিলেটে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে নিশ্চয়।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি