মানুষের কল্যাণে রাজনীতি করি : বিএনপি নেতা সাজু
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৭:০৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। শুক্রবার রাতে পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিএনপি নেতা শরীফুল হক সাজু বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করিনি। এলাকার উন্নয়নের জন্য, মানুষের পাশে থাকার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য রাজনীতি করি। আমরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে দলকে আরও সুসংগঠিত চাই। আগামী দিনে বড়লেখাকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের বার্তা সবার কাছে পৌঁছে দিতে এসেছেন উল্লেখ করে বলেন, আমার নেতা তারেক রহমান বলেছেন, আমাদের প্রথম ধাপ যুদ্ধে দলের যেসকল নেতাকর্মী জেল খেটেছেন, হতাহত হয়েছেন, তাদের খোঁজখবর নিতে। আমি দেশে এসেই যারা মারা গেছেন, তাদের কবর জিয়ারত করেছি। যারা অসুস্থ, তাদের বাড়িতে গিয়েছি। তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছি।
এ সময় সাংবাদিকরা শরীফুল হক সাজুর বিভিন্ন মানবিক কাজের প্রশংসা করে তা অব্যাহত রাখার পরামর্শ দেন। পাশাপাশি তাকে বিভিন্ন প্রশ্ন করেন এবং সাজু সেসব প্রশ্নের উত্তরও দেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি দল থেকে মনোনয়ন পেয়ে প্রার্থী হলে তাকে সহযোগিতা করবেন বলেও তারা আশ্বাস প্রদান করেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুর রহমান ও পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম প্রমুখ।