জৈন্তাপুরে পৃথক অভিযানে গাড়িসহ ভারতীয় কসমেটিক ও চিনি জব্দ
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫০:০১ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম আব্দুর রশিদ (১৯)। সে ফতেহপুর ইউনিয়নের উপরশ্যামপুর গ্রামের ঈমানী মিয়ার ছেলে। অপর এক অভিযানে প্রাইভেট কারে ১২ বস্তা ভারতীয় চিনি নিয়ে সিলেটে যাওয়ার পথে দরবস্ত এলাকা থেকে জব্দ করে থানা।
পুলিশ সূত্রে জানা যায় ২৭শে সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার আলুবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আশরাফুল আলম ও উপ পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নাম্বার প্লেটবিহীন একটি নীল রংয়ের কাভার্ড ভ্যান সিগন্যাল দিলে ড্রাইভার পুলিশের পাশ কাটিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ির পিছন দিক দিয়ে ধাওয়া করলে জৈন্তাপুর মডেল থানার সামনে এসে পৌছালে পুলিশের এ এস আই সুমন মিয়া সহ পুলিশের টিম সেই গাড়ী আটক করে। এ সময় গাড়ীতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সহ আব্দুর রশিদকে আটক করা হয়।
অপরদিকে সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সাদা রংয়ের একটি প্রাইভেট কার তল্লাশি করে (ঢাকা মেট্রো -গ -১৭-২৯৯০) বারো বস্তা ভারতীয় চিনি আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি গাড়ী ফেলে পালিয়ে যায়। ভারতীয় কসমেটিক ও চিনি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়েরের পূর্বক আটক আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।