দারুল ফালাহ্ মডেল মাদ্রাসার সীরাতুন্নবী (সাঃ) পুরষ্কার বিতরণী
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫১:১৫ অপরাহ্ন
সিলেট নগরীর সুবিদবাজারস্থ দ্বীনি বিদ্যাপীঠ দারুল ফালাহ্ মডেল মাদ্রাসার উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর সিলেট প্রেসক্লাব মিলনায়তনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর মোহাম্মাদ আফজালের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনা পেশ করেন ঝিঙ্গাবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, উইমেন্স মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো: রাশেদুল হক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, মাদ্রাসার ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, মাদ্রাসার এমডি ও ইউনিভার্সেল কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও মাদ্রাসার সম্মানিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মূলত, বিশ্বনবী (সা.)-এর আদর্শই সর্বোত্তম জীবনাদর্শ। আর পুরো কুরআনই রাসূল (সা.)-এর জীবন। তাই দেশ থেকে সকল অশান্তি দূর করতে হলে ঘরে ঘরে কুরআনের শিক্ষা চালু করতে হবে। নতুন প্রজন্মকে রাষ্ট্রীয়ভাবে সিরাত শেখাতে হবে। সে লক্ষ্যেই দারুল ফালাহ্ মডেল মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষকম-লী এবং অভিভাবকবৃন্দের মধ্যে সমন্বয় করে এগিয়ে যাচ্ছেন বলে আশা প্রকাশ করেন তারা।
বক্তারা- কুরআন-সুন্নাহভিত্তিক ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় শিশুদেরকে যথাযোগ্য করে গড়ে তুলতে শিক্ষকম-লী, কর্তৃপক্ষ এবং অভিভাবকবৃন্দকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানোর আহবান জানান।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।