মৌলভীবাজারে আইনজীবীদের সাথে লইয়ার্স কাউন্সিল’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ৯:১৩:৫৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বারের আইনজীবীদের সাথে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের একটি অভিযাত হোটেল হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লইয়ার্স কাউন্সিল মৌলভীবাজার শাখা সভাপতি এড. ছালিক আহমদ চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল’র সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দ। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম শাহেদ আলী, সিনিয়র আইনজীবী এড. মুজিবুর রহমান মুজিব, এড. হাবিবুর রহমান, এড. বিশ্বজিৎ দাস,এড মামুনুর রশীদ, এড. এনাম মাসুূদসহ অনেকে।