আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা দক্ষিণের সীরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ৯:১৫:০৮ অপরাহ্ন
শনিবার সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের হলরুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট জেলা দক্ষিণ শাখার সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত। ফেডারেশনের সিলেট জেলা (দক্ষিণ) শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা পাটোয়ারীর সঞ্চালনায় ও জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল এবং ফেডারেশনের সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি প্রফেসর ড. মো. হাসমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক মো. আব্দুল হান্নান।
হযরত ওমর ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক মো. মর্তুজা আলীর অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত এ মাহফিলে নবী করীম (সঃ) এর জীবনীর বিভিন্ন দিক নিয়ে গভীর জ্ঞান নির্দেশক বক্তব্য রাখেন আদর্শ কলেজ শিক্ষক পরিষদ নেতা ও জালালাবাদ টি টি কলেজের সহকারী অধ্যাপক এবং ছায়েম আহমদ চৌধুরী, প্রাথমিক শিক্ষক পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয়ক মাস্টার আবুল খায়ের, জাফরাবাদ হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ও ফেডারেশনের উপদেষ্টা মো. আব্দুল কুদ্দুস, আল আজম হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুল আহাদ, সিলেট আইডিয়াল মাদ্রাসার রেক্টর জাহেদুর রহমান চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক আব্দুল হান্নান বলেন, মহানবী (সঃ)-এর আদর্শই একমাত্র জীবনাদর্শ যার অনুসরণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবন পরিচালিত হলে সমাজ, রাষ্ট্র তথা বিশ্বে শান্তি আসা সম্ভব। ৫ই আগস্টের ছাত্র-জনতা, অভিভাবকসহ জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেড় দশকের ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনকে ২য় স্বাধীনতা অভিহিত করে তিনি বলেন, এ ফ্যাসিবাদী আমলে আল্লাহর নাম নিতে, ইসলামী শিক্ষা, কুরআন ও হাদিস গ্রন্থ অধ্যয়ন করা বাধাগ্রস্ত ছিল। জোরে তাকবির ধ্বনি দেয়া যেত না।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ মানবজাতিকে পবিত্র কোরআনে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হাদিস শরীফে প্রত্যেক মুসলিম নর-নারীর উপর জ্ঞানার্জন ফরজ বা আবশ্যক করা হয়েছে। নবী করীম (সঃ) বলেছেন, ‘নিশ্চয়ই আমি শিক্ষকরূপে প্রেরিত হয়েছি’Ñ পবিত্র হাদিসের এ অমোঘ বাণীর আলোকে তিনি শিক্ষকদেরকে নবীর আদর্শধারী শিক্ষক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার উদাত্ত আহবান জানান।