সুনামগঞ্জে যাদুকাটা ও ধোপাজান নদীর পরিবেশ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ৯:২৩:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন জেলা কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা শহীদ জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে সংগঠনের জেলা সভাপতি এ কে এম আবু নাছার বলেন, যাদুকাটা ও ধোপাজান নদীতে দারিদ্র বারকি শ্রমিকরা সনাতন পদ্ধতিতে হাতের সাহায্যে বালতি ও বেলচা দিয়ে উত্তোলন করে জীবিকা নির্বাহ করত। বিগত দিনে বারকি শ্রমিকরা মজুরিবৃদ্ধিসহ তাদেরকে ব্যবসায়ী কর্তৃক জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে । কিন্তু দু:খ ও পরিতাপের বিষয় হল, বিগত ১৩/১৪ বৎসর যাবত স্বল্প সময়ে অধিক মুনাফা লাভের আশায় ইজারাদারা মহালগুলোতে ড্রেজার- বোমা মেশিন দিয়ে পাথর- বালি উত্তোলনের জন্য গড়ে তুলে পাথর বালিখেকো সিন্ডিকেট। এতে বারকি শ্রমিকরা যেভাবে কাজের সুযোগ পেত পরিবেশ প্রতিবেশ রক্ষা হত। ইজারাদার ও ব্যবসায়ীদের বেপরোয়া মুনাফার লোভে ড্রেজার-বোমা ব্যবহারের ফলে পাথর বালি শূন্য হয়ে পড়েছে যাদুকাটা ও ধোপাজান মহালের মূল জায়গা । এতেও পাথর-বালিখেকো সিন্ডিকেটের মুনাফার ক্ষুধা মেটেনি, শুরু হয় রাস্তাঘাট ঘরবাড়ি ফসলি জমি এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান উচ্ছেদ ও নদীগর্ভে বিলীন করে চলে বেপরোয়া সিন্ডিকেটের লুন্ঠন। বেপরোয়া সিন্ডিকেটের বিরুদ্ধে বারকি শ্রমিকরা তাদের অস্তিত্ব রক্ষার্থে যেমন প্রতিবাদ করেছে তেমনি সচেতন সংবাদ কর্মীরাও চালিয়েছে কলম যুদ্ধ, বসে থাকেনি পরিবেশ কর্মীরাও। সকলের আন্দোলনের ফলে মাঝে মধ্যে দায়সারা অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে লুন্ঠনজীবিদের নিয়োগকৃত শ্রমিকদের, অধরা থেকে যায় পাথর- বালিখেকো সিন্ডিকেটের মূল হোতারা। লুটপাটের ফলে একদিকে মুষ্টিমেয় কিছু মাফিয়া চক্রের লোকজন শতকোটি টাকার মালিক হয়ে শহরে অট্টালিকা গড়েছে এবং করেছে বিলাস বহুল বাড়ি। এই উভয় নদীতে পুলিশ ক্যাম্প স্থাপনের পাশাপাশি বিজিবির সদস্যদের টহলে সম্পৃক্ত করণে জোর দাবি জানাচ্ছি। একই সাথে শত শত কোটি টাকার সরকারি ও সর্বজনের সম্পদ লুন্ঠনকারীদের আইনের আওতায় আনয়ন সাপেক্ষ ক্ষতিপূরণ আদায়ের দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি শওকত আলী, সহ সভাপতি সাইফুল আলম ছদরুল, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদ, সহ সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম, নুরুল হাসান আতাহার, গনি পাঠান প্রমুখ।