বড়লেখায় স্বেচ্ছাশ্রমে আঞ্চলিক মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৫:৩৭:৪২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার সর্বস্তরের সামাজিক সংগঠনসমূহের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বড়লেখা উপজেলা সামাজিক সংগঠন এসোসিয়েশন’ বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের উভয়পাশের ঝোপঝাড় পরিষ্কার ও কয়েকটি বিবর্ণ যাত্রী ছাউনি রং করে দিয়েছে।
শনিবার সকাল থেকে সন্ধ্যা অবধি সংগঠনের উপদেষ্টা, সাধারণ সদস্য ও স্কাউট সদস্যরা এ কর্মসূচি চালিয়েছে। রাস্তার উভয়পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা সড়ক ও জনপথ বিভাগের দায়িত্ব হলেও এ বিভাগটি বরাবরই নির্বাক রয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে, এ খাতের প্রকল্পের অর্থ যায় কোথায়।
জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের চরম উদাসীনতায় কুলাউড়া-বড়লেখা ভায়া চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের উভয়পাশে মারাত্মক ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে। জঙ্গল আর ঝোপঝাড়ের কারণে রাস্তার বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে না পেয়ে চালকরা প্রায়ই দুর্ঘটনা কবলিত হন। রাস্তার পাশের সওজের নির্মিত যাত্রী ছাউনি বছরের পর বছর রক্ষণাবেক্ষণের অভাবে বিবর্ণ হয়ে গেছে। কোথাও ঝোপঝাড়ে ঢাকা পড়েছে এসব ছাউনি। রাস্তার পাশের এসব ঝোপঝাড় ও কালার উঠে বিবর্ণ যাত্রী ছাউনিগুলো দেখে জঙ্গল পরিষ্কারের ও ছাউনি রঙ করে দেওয়ার উদ্যোগ নেয় বড়লেখা উপজেলা সামাজিক সংগঠন এসোসিয়েশন। সংগঠনের নেতৃবৃন্দ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছাশ্রমে সড়কের পাশের প্রায় ৮ কিলোমিটার স্থানের ঝোপঝাড় পরিষ্কার করেছেন। এছাড়া তারা বেশ কয়েকটি যাত্রী ছাউনি রঙ করে দিয়েছেন।
এ কর্মসূচিতে অংশ নেন এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল এবং স্কাউট সদস্যরা। কর্মসূচির তত্ত্বাবধান করেন মোহাম্মদনগর ইয়াং সোসাইটি আদর্শ ক্লাব, মোহাম্মদনগর রক্তদান সংস্থা, সর্দারপাড়া মানবকল্যাণ সমিতি, দক্ষিণ সুড়িকান্দি আদর্শ ক্লাব, মাইজপাড়া যুবকল্যাণ সমিতি, কেছরীগুল স্বেচ্ছাসেবী সংগঠন, ফ্রেন্ডস সার্কেল ক্লাব বড়লেখা, দক্ষিণ সুড়িকান্দি আদর্শ ক্লাব, গাজিটেকা বহুমুখী সমাজকল্যাণ সমিতি, বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ, ইয়ুথ এইড অর্গানাইজেশন নিজ বাহাদুরপুর, বৃহত্তর সুড়িকান্দি কেয়ার ফাউন্ডেশন, টিম-ফর কোভিড ডেথ টিম বড়লেখা-জুড়ি, আল-মাদানিয়া সমাজকল্যাণ পরিষদ মধ্যডিমাই, কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন, খাদিমুল কোরআন পরিষদ বড়লেখা, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা, হাজী ইছমাইল আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশন, দূর্বার মুক্ত স্কাউট, আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন বড়লেখা সহ ২৫ টি সামাজিক সংগঠনের সদস্যরা।