কুশিয়ারাপাড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৫:৪৫:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কুশিয়ারা নদীপাড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সহয়তা দেয়া হয়েছে। রোববার দিনব্যাপী উপজেলার কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে এ সহায়তা দেয় আহমদ বিলাল জনকল্যাণ ট্রাষ্ট। উদ্বোধনী অনুষ্ঠানে দিলওয়ার হাসেন’র সঞ্চালনায় এতে বক্তব্য দেন আহমদ বিলাল ট্রাষ্টের কর্ণধার মাওরানা আহমদ বিলাল, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, চক্ষু বিশেষজ্ঞ মোঃ আব্দুল মান্নান, ডাঃ সৈয়দ জিশান আহমদ, ডাঃ রিওতা চৌধুরী, কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ’র অধ্যক্ষ মোঃ আব্দুল করিম, শিক্ষক সালেহ আহমদ, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, রাসেল মিয়া প্রমূখ।
উপস্থিত ছিলেন- কলেজের শিক্ষক মোঃ বোরহান উদ্দিন, আয়েশা খাতুন, শফিকুল ইসলাম, মুরব্বী বাহার মিয়া, নাসির উদ্দিন, সাধু দাশ ও হেলাল মিয়া প্রমূখ।