মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫০:১৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দায়িত্বশীলদের কাজ হচ্ছে ফজরের নামাজ পরে দ্বীনের কাজে বের হওয়া। আর যারা ঘুমাবেন তারা ক্ষতিগ্রস্ত। তিনি বলেন, আল্লাহর রাসুলের স্পষ্ট হাদিস আছে, ফজরের পর না ঘুমানো। আপনি ফজরের নামাজের পর বাইরে বের হলে মাঠে কৃষকদের পাবেন। কৃষকদের সাথে কথা বলবেন। তাদের সাথে বসবেন, খাবেন। তখন দ্বীনি কাজে সফলতা আসবে। কৃষক ভাইদের বলবেন, আপনি হালাল কাজ করেছেন। আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা, যদি আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন।
শনিবার মৌলভীবাজার জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল কর্মশালায় উপরোক্ত কথা বলেন তিনি। জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী’র সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ ইয়ামীর আলীর সঞ্চালায় এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দ।