মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫২:১৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের লক্ষাধিক টাকার ঢেউটিন বিতরণ করেছে একটি সামাজিক সংগঠন। রোববার সদর উপজেলার ইটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং দেশ-বিদেশি সকল সদস্য ও শুভাকাঙ্খীদের আর্থিক সহযোগিতায় দ্বিতীয় ধাপে উপজেলার আখাইলকুড়া ও একাটুনা ইউনিয়নের ১৩টি এবং রাজনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মধ্যে লক্ষাধিক টাকার ঢেউটিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মাওলানা গোলাম হোসেন, উপদেষ্টা মুহিবুর রহমান খান, সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি আহমদুর রহমান খান টিপু, সাধারণ সম্পাদক আলী রাব্বি রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ খান রাফি, কোষাধ্যক্ষ আবু বকর কয়েস, সহ কোষাধ্যক্ষ নাইম আহমদ, সহ সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম ফয়েজ, সহকৃষি বিষয়ক সম্পাদক মোজাম্মেল আহমদ, নির্বাহী সদস্য ফরহাদ আহমদ, নির্বাহী সদস্য মো: মাছুম মিয়া সদস্য সামিউল আহাদ সামি প্রমুখ।