ইসলামী আন্দোলনের গণসমাবেশ মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪০:১৬ অপরাহ্ন
পাঁচ দফা দাবিতে সিলেটে গণসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা দুইটায় সিটি পয়েন্টে অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
রোববার সিলেট নগরের সুরমা মার্কেটে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বৈরশাসনের অবসান হয়েছে। এখন সময় দেশ গঠন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারভিত্তিক বাংলাদেশ নির্মাণ। তবে এই যুগ সন্ধিক্ষণে আমাদেরকে দেশের শত্রু এবং জণগণের শত্রুদের চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। গণদুশমন, গণহত্যাকারী, লুটেরা, দুর্নীতিবাজ আর ভোট চোরেরা যাতে আগামীতে পুনর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে পাঁচ দফা দাবি সামনে রেখে আগামী মঙ্গলবার সিলেট সিটি পয়েন্টে বেলা দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সমাবেশ সফল করতে ইতোমধ্যে প্রচার-প্রচারণা, জেলা ও মহানগরের প্রতিটি ইউনিটের ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি চলমান রয়েছে। গণসমাবেশে জনদুর্ভোগ কমাতে এবং শৃংখলা রক্ষার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করবেন বলেও জানান মহানগর সভাপতি।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা সভাপতি নযীর আহমদ, সদস্য ইসহাক আহমদ, জেলা সহসভাপতি ফজলুল হক, মহানগর সহসভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি