মৌলভীবাজারের জমিয়তের শায়খুল হিন্দ কনফারেন্স
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪৫:২৭ অপরাহ্ন
ভিনদেশী আধিপত্য মোকাবেলায় জমিয়ত নেতাকর্মীসহ সকলকে শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দীর চেতনা ধারণ করে সদা জাগ্রত ও আপোষহীন সংগ্রাম এগিয়ে আসার আহবান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
শনিবার মৌলভীবাজার জেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত শহরের রুমেল কমিউনিটি সেন্টারে শায়খুল হিন্দ কনফারেন্সে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জেলা জমিয়তের আহবায়ক অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা জামিল আহমদ আনসারীর পরিচালনায় কনফারেন্সে বক্তব্য রাখেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর, জেলা জমিয়তের উপদেষ্টা মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ফজলুল করিম কাসেমী ও সিলেট জেলা সভাপতি মুফতি মজিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।