ধোপাজানে বালু পাথর লুটের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৬:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের যাদুকাটা ও ধোপাজান নদী থেকে অবৈধভাবে বালু-পাথর লুট, নদীর পাড় কাটা ও পরিবেশ বিধ্বংসী কর্মকা- বন্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে শহরের আলফাত স্কয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় প্রতিনিধি আরিফ হোসেন, সুনামগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ওসমান গনি, ইমনদ্দোজা ইমন, নিহাল, পরিবেশ আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি একেএম আবু নাছার আহমেদ, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদ, সহ সভাপতি সাইফুল ইসলাম ছদরুল, সাংবাদিক আল হেলাল ও শ্রমিক নেতা গোলাপ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, আমরা এইসব অবৈধ লুটপাট বন্ধ করার জন্য বিগত ১৬ বছর ধরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে আসছি কিন্তু, আমাদের কথা তারা কর্ণপাত করেননি। যদি এসব অপকর্ম বন্ধ না করা হয়, লুটপাট বন্ধ না হয়, তাহলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।