রামসুন্দর বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:২০:৫৫ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে রোববার বিকেলে বিদ্যালয় হলরুমে মতবিনিময় করেছেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খান।
রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শাহনুর আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হুমায়ুন কবির, জিল্লুর রহমান, আব্দুল মোতালেব, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সংগঠক নাছির উদ্দিন, সাব্বির আহমদ।
মতবিনিময় সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।