ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণই রাসুল (সাঃ) এর সুমহান শিক্ষা : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:২২:৪৯ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, রাসুল (সাঃ) মানবজাতির জন্য মনুষ্যত্ব ও মানবিকতাবোধের অনন্য আদর্শ রেখে গিয়েছেন। নারী, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, দাস প্রথা নিরসন, সাম্য প্রতিষ্ঠায় নীতিমালা প্রণয়ন করে তার বাস্তব নজির স্থাপন করেছেন। নবীজী (সাঃ) উন্নত নৈতিক চরিত্রে আলোকিত মানুষ গড়ে তোলার জন্যই প্রেরিত হয়েছিলেন। জাহিলিয়াত থেকে হেদায়াতের আলোয় আলোকিত করে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ তিনি তৈরী করতে সক্ষম হয়েছিলেন। যাদের সাথে কিয়ামত পর্যন্ত আসা মানুষদের কোনো তুলনা হয় না। আল্লাহর রাসুলের (সাঃ) জীবনাদর্শ অনুসরণের মানবতার সার্বিক কল্যাণ ও মুক্তি নিহিত। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণই রাসুল (সাঃ) এর সুমহান শিক্ষা।
তিনি শনিবার রাতে সিলেট মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াতের উদ্যোগে শাহপরান গেইটে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার ও জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাশুক আহমদ।
থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, থানা নায়েবে আমীর মাওলানা ফয়জুর রহমান, সহকারী সেক্রেটারী মঞ্জুর রহমান, জামায়াত নেতা মাওলানা আশরাফ আলী, শাহ মাহমুদুল হক ও নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি