আদর্শ সমাজ বিনির্মাণে রাসূলের (সাঃ) সিরাত অনুসরণের বিকল্প নেই : এড. জুবায়ের
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৯:২২ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আদর্শ সমাজ বিনির্মাণে রসূলের (সাঃ) সিরাতকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। প্রিয় নবী মুহাম্মাদ (সাঃ) এর দেখানো মানবীয় মূল্যবোধের প্রতি আমাদের নজর রাখতে হবে। তাকে মানার মাধ্যমেই কেবল মানবতা সঠিক পথে পরিচালিত হবে। প্রকৌশলীগণ অবকাঠামোগত উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করে থাকেন। তাদের কাজের ব্যাপারে সততা ও নিষ্টা থাকার বিকল্প নেই। আমাদেরকে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত করতে হলে অবশ্যই নবী (সা.) এর দেখানো আদর্শ মতো কাজ করতে হবে।
তিনি বলেন, জীবনের সব ক্ষেত্রে আমাদের মুহাম্মদ (সা.) এর আদর্শকে গ্রহণ করতে হবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। ফলে জ্ঞানের ক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। যারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাদের একমাত্র মুহাম্মদ (সাঃ) কেই নেতা মেনে তাঁর আদর্শকে লালন করতে এবং তা বাস্তবায়ন করতে হবে।
তিনি শনিবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট মহানগর ও ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট সিলেট মহানগর এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘প্রকৌশলীদের ভারসাম্যপূর্ণ জীবন গঠনে রাসূলুল্লাহ সা: এর জীবন ও কর্ম’ শীর্ষক সিরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জাকারিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর প্রকৌশলী সৈয়দ মিছবাহ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রের অন্তভর্তিকালীন কমিটির যুগ্ম আহবায়ক ও ফোরামের সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা এডভোকেট আলিম উদ্দিন, ল’ইয়ার্স কাউন্সিলের সিলেটের সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, আইডিইবি সিলেট জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মসরু।
উপস্থিত ছিলেন ফোরামের সিলেট অঞ্চল পরিচালক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, সিলেট জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আবু জাহিদ চৌধুরী, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নোমান আহমদ, সিলেট মহানগরীর সহ সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। এছাড়া সেমিনারে সিলেটের কয়েকশত ডিপ্লোমা, বিএসসি ইঞ্জিনিয়ারি ও আর্কিটেক্টবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি