তাহিরপুরে জামায়াতের সিরাত সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৫:২৩ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের তাহিরপুরে সিরাতুন্ননবী (সাঃ) উপলক্ষে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জামায়াতের উপজেলা শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর প্রফেসর রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আনোয়ার উদ্দিন ও সেক্রেটারী মাওলানা মোসলেম উদ্দিনের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাও: তোফায়েল আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মোফাস্সিরীনের সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মু. আব্দুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারী মোমতজুল হাসান আবেদ, সিলেট মহানগরীর অফিস ট্রেড বিষয়ক সম্পাদক দিলশাদ মিয়া।