কোম্পানীগঞ্জে কিশোরীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩০:১২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাধানগর গ্রামে গলায় ফাঁস দিয়ে তামান্না (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টায় নিজ বাড়ির আঙ্গিনায় গাছের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সে পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাধানগর গ্রামের ফখর উদ্দিনের মেয়ে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
নিহতের পিতা জানান, বারকি নৌকা খুঁজতে দিনভর বাড়ির বাইরে ছিলেন। রাত ১০টায় বাড়িতে এসে ভাত খেতে চান স্ত্রী জাহানারা বেগম ও মেয়ে তামান্নার কাছে। ঘরে কোনো তরকারি না থাকায় ভাত দিতে একটু গড়িমসি করেন তারা। ক্ষুধার্ত ফখর উদ্দিন রাগান্বিত হয়ে মেয়েকে চড়-থাপ্পড় মারেন। পরে ঘর থেকে বের হয়ে যায় তামান্না। রাত সাড়ে ১১টায় অনেক খোঁজাখুঁজি করে তাকে বাড়ির পাশে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান নিজের ওড়নায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশ সেখানে যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন প্রাথমিক ভাবে জানা গেছে পারিবারিক কলহের কারণে মেয়ে গলায় ফাঁস দিয়েছে।