ফ্যাসিবাদী সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুরপ্রায় : শহিদুল ইসলাম মক্কী
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩৮:৩১ অপরাহ্ন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সাবেক পরিচালক, অডিট কমিটির চেয়ারম্যান ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শহিদুল ইসলাম মক্কী বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে ঠিকই। কিন্তু এর ক্ষত আমাদেরকে দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে। পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সীমাহীন চুরি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুরপ্রায়। ধ্বংসের পথে ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর সীমাহীন দুরবস্থায় পতিত হয়েছে ব্যবসায়ী সম্প্রদায়। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন অর্থনৈতিক নিরাপত্তা। এদিকে বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারকে সুদৃষ্টি দিতে হবে। লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।
তিনি শনিবার রাতে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইভিডব্লিউএফ) সিলেট মহানগর আয়োজিত ব্যবসায়ী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইভিডব্লিউএফ) সিলেট মহানগর সভাপতি ও বসুন্ধরা মটরসের স্বত্বাধিকারী জুবায়ের রকিব চৌধুরীর সভাপতিত্বে, আইভিডব্লিউএফ এর মহানগর সেক্রেটারী ও এবং আলীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমডি আলীমুল এহছান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইভিডব্লিউএফ) এর সিলেট জোনের চেয়ারম্যান ও ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, এফবিসিসিআই এর সাবেক পরিচালক ও সাবেক সিলেট চেম্বার সভাপতি খন্দকার শিপার আহমদ, জিইও গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান, ইসলামী ব্যাংক পিএলসি-এর সিলেট জোনাল হেড জাকির হোসেন, কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী, সংগঠক সৌদী প্রবাসী আব্দুস সোবহান, আইভিডব্লিউএফ এর সিলেট জোনের সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারী নিয়াজ মোঃ আজিজুল করিম, সিলেট সিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শহিদ আহমদ চৌধুরী সাজু।
অনুষ্ঠানে আইভিডব্লিউএফ এর সদস্যবৃন্দ ছাড়াও সিলেটের বিভিন্ন স্তরের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি