গোলাপগঞ্জে কারের ধাক্কায় বৃদ্ধা নিহত
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৯:১২:১৭ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জের এমসি একাডেমি ও কলেজের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেট কারের ধাক্কায় রফিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত রফিয়া বেগম (৬০) বিয়ানীবাজার উপজেলার ছরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী। তিনি এমসি একাডেমী ও কলেজের সামনে পায়ে হেঁটে তার বড় মেয়ে তানজিনা আক্তার (৪৫) এর বাসা হতে ছোট মেয়ে হেলেন বেগম (৪০) এর বাসায় যাচ্ছিলেন। তখন সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক পারাপার হওয়ার সময় একটি সাদা রংয়ের প্রাইভেট কার ( রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ- ১৫-৮৪২৯) ধাক্কা মেরে ফেলে দেয়। এসসময় প্রাইভেট কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায় ও ড্রাইভার পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের।