শাবি ছাত্রলীগ সভাপতি খলীল ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুক আটক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৯:১৫:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : র্যাবের পৃথক অভিযানে শাহজালাল বিশ^বিদ্যালয় ছাত্রলীগ সভাপতি খলীলুর রহমান ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুককে আটক করেছে র্যাব। শনিবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল তাদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল আওয়ালের ছেলে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ময়মনসিংহের ভালুকায় র্যাব-৯ ও র্যাব-১৪ যৌথ অভিযান পরিচালনা করে খলিলুর রহমানকে গ্রেপ্তার করে। আটককৃতের বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে শনিবার রাত ১১টা ২০ মিনিটের সময় সিলেট নগরী থেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুককে (৪৭) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল। গোলাম কিবরিয়া মাসুক নগরীর শেখঘাট কলাপাড়া দুর্বার-১০ নম্বর বাসার মৃত গোলাম হোসেনের ছেলে।
র্যাব জানিয়েছে, গোলাম কিবরিয়া মাসুকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।গ্রেপ্তারের পর আটককৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।