সিলেটে বৃষ্টি বাড়ার আভাস
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪২:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার সারাদিন ছিল বর্ষণমুখর। ভোররাত থেকেই মুষলধারে নামে বৃষ্টি। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ কমলেও বিকেল পর্যন্ত বৃষ্টিপাত অব্যহত ছিল।
সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদিনে ১০৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। দিনভর বৃষ্টিতে কমেছে গরমের তীব্রতা। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় তাপমাত্রা কমে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এ অবস্থায় সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া সোম ও মঙ্গলবারও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিনি ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।
এদিকে থেমে থেমে বৃষ্টি মুষলধারে হওয়ায় রাস্তাঘাটে পানি জমেনি। বৃষ্টি থাকায় কমে গিয়েছিল লোকজনের আনাগোনা। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল কম। বাজার-বিপনীবিতান ছিল ক্রেতাশূণ্য। তবে বিকেলের পর বৃষ্টি থেকে গেলে রাস্তায় লোকজন বাড়তে থাকে, বাড়ে বাজার-বিপনীবিতানে ক্রেতার সংখ্যাও। বৃষ্টির ফলে গরম কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করে সবাই।