সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনা গায়েব
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪৫:১৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সমবায় ব্যাংকের লকার থেকে ১২ হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। যারা একসময় ব্যাংকে ছিলেন, তারাই বেদখল করে বসে আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ।
রোববার দুপুর ১টায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শাহানারা খাতুনের সভাপতিত্বে কুমিল্লার কোটবাড়ি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসান আরিফ বলেন, ‘সমবায় দাঁড়াতে পারছে না। কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন-মানসিকতার অভাব। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়, কী উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নাই।’
উপদেষ্টা আরও বলেন, ‘ছাত্রদের গণঅভ্যুত্থানের ফলে দেশের এই পরিবর্তন হয়েছে। এরপরও এখন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের মেম্বার-চেয়ারম্যানরা অনুপস্থিত। তাই এ সরকারের মাধ্যমে যেভাবে হোক কাজগুলো সম্পন্ন করা হবে।’
উল্লেখ্য, ১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লার কোট বাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রতিষ্ঠা করেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী আখতার হামিদ খান। তাঁর উদ্ভাবিত পদ্ধতি গ্রামীণ অর্থনীতিতে বেশ ভূমিকা রেখেছে।