দুর্ভিক্ষে ২শ হাতি রান্নার সিদ্ধান্ত জিম্বাবুয়ের
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪৭:২৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘস্থায়ী খরার কারণে তীব্র দুর্ভিক্ষ আক্রান্ত জিম্বাবুয়ে। ফলে মানুষের প্রাণ বাঁচাতে এখন হাতি রান্নার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। প্রথম ধাপে ২০০ হাতি হত্যার অনুমোদন দিয়েছে দেশটি। দেশের প্রায় অর্ধেক জনগণকে খাদ্য সংকট থেকে রক্ষা করার প্রচেষ্টা হিসেবে আরও হাতি হত্যা করা হতে পারে।
জিম্বাবুয়ে পার্কস এবং ওয়াইল্ডলাইফ অথরিটির মুখপাত্র টিনাশে ফারাও সোমবার জানিয়েছেন, প্রায় ৮৪ হাজার হাতি আছে জিম্বাবুয়েতে। তবে এটি দেশটির হাতি ধারণ ক্ষমতার দ্বিগুণ। তাই প্রয়োজনে ৪৪ হাজার হাতিও হত্যা করার সুযোগ রয়েছে।
জিম্বাবুয়ের পরিবেশ মন্ত্রী সিথেম্বিসো নিয়োনি বলেছেন, হাতির অতিরিক্ত সংখ্যা খাদ্য এবং পানি সংকট সৃষ্টি করছে, যা মানুষ-হাতি সংঘাত বাড়িয়ে তুলছে। এ পদক্ষেপের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে হাতির মাংস শুকিয়ে প্রোটিনের চাহিদা মেটানোর পরিকল্পনাও চলছে। যদিও পরিবেশবাদী এবং প্রাণী অধিকার কর্মীরা এই হাতি হত্যার নিন্দা করেছেন। ফারাও জানান, সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ হাতির আক্রমণে ইতিমধ্যেই ৩১ জন মানুষ নিহত হয়েছে।