মৌলভীবাজারে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৬:০৮:০০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারির ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসূচি।
মানববন্ধনে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি মৌলভীবাজারের ডিজিএম মোঃ জিয়াউল হক। উপস্থিত ছিলেন ডিজিএম গোলাম ফারুক মীর, ডিজিএম গোলাম সারোয়ার মুর্শেদ, এজিএম ক্লিনটন তালুকদার, এজিএম তারেক মাহমুদ, এজিএম মেহেদী হাসান তালুকদার, জুনিয়র ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, লাইন টেকনিশিয়ান আক্তার মিয়া, লাইনম্যান গ্রেড-১ মহব্বত আলী, লাইনম্যান গ্রেড-১ নজরুল ইসলাম, মিটার রিডার মোতাব্বির হোসেন প্রমূখ।
মানববন্ধনে দুইদফা দাবীর মধ্যে গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য দ্বৈতনীতির অবসানপূর্বক আরইবি-পবিস একীভূত করে অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার ন্যায় রিফর্ম করা ও সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা।