জুড়ীতে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৬:১০:৪৪ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের ১৫ ঘন্টা পর আরাফাত সানি (৭) নামে এক শিশুর লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের মোঃ আলাউদ্দিন এর পুত্র আরাফাত ইউনিয়নের হরিরামপুর গ্রামে মায়ের সাথে ভাড়া বাসায় থাকতো। সে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
আরাফাতের মামা বদরুল আলম জানান- রোববার বিকাল ৩/৪ টা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজ করা হয়। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে বাসার পাশেই একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন- সে কিছু মানসিক অসুস্থ ছিল। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ দাফন করা হয়েছে।