কমলগঞ্জে জামায়াতের ঢেউটিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৬:১৫:২৭ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গরীব ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখা। সোমবার উপজেলা সদরে এই ঢেউটিন বিতরণ কার্যক্রম শুরু হয়।
কমলগঞ্জ উপজেলা আমীর মু: মাসুক মিয়ার সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী এডভোকেট কামরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী মো আলাউদ্দিন শাহ। উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর ও এবাদুর রহমান প্রমুখ।
এসময় জেলা আমীর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এসব জনসেবাকে ইবাদত হিসাবে মনে করে। আমরা ভবিষ্যতে যে কোন দুর্যোগে গরীব অসহায়দের পাশে থাকবো। পরে ২৩ জনের মাঝে দুই বান করে মোট ৪৬ বান ঢেউটিন উপহার হিসাবে দেওয়া হয়। বিজ্ঞপ্তি