মৌলভীবাজারে আশার কার্যালয়ে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৬:২০:৩৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরতলীর কাজিরগাঁও এলাকার এনজিও সংস্থা আশা’র জেলা কার্যালয়ে সোমবার ভোররাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় আশা’র ৪জন কর্মকর্তা-কর্মচারীর হাত বেঁধে ও আরেক ডিভিশনাল ম্যানেজারকে বাথরুমে আটকে রেখে কয়েকটি কক্ষ তল্লাশি করে নগদ ৩৯ হাজার টাকা লুটে নেয়।
সরেজমিনে সোমবার সকালে আশা কার্যালয়ে গেলে সিনিয়র অতিরিক্ত ডিভিশনাল ম্যানেজার আমিরুল ইসলাম জানান, সোমবার ভোর ৪টায় ৩ জনের সংঘবদ্ধ ডাকাতরা কার্যালয়ের গ্রীল কেটে ও ঘরের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে। এসময় ঘুম থেকে সবাইকে তুলে দুটি কক্ষে হামলা চালায়। তিনি জানান, মোট ৫ জনের মধ্যে লোন অফিসার জাহাঙ্গির আলম, রিজিওনাল ম্যানেজার আকছির মিয়া, অডিটর মোঃ শফিকুল ইসলামকে দুটি কক্ষে পৃথকভাবে জিম্মি করে রাখে তারা। আমাকেও দ্বিতীয় তলার বাথরুমে আটকে রেখে নগদ টাকা কোথায় আছে জানতে চাওয়া হয়। এসময় আমি জানাই, এটি তো জেলা কার্যালয়, এখানে ক্যাশ কোন টাকা থাকে না। পরে তারা আমায় বাথরুমে বন্দি করে রেখে বিভিন্ন কক্ষে টাকা আছে কিনা তল্লাশি করে। পরে তারা আমাদের একটি লকার থেকে নগদ ৩৯ হাজার টাকা হাতিয়ে নেয়। এসময় অন্যান্য কক্ষে সবমিলিয়ে কর্মকর্তা-কর্মচারি মিলে ১৫জন ঘুমিয়ে ছিলেন।
এদিকে, বিভিন্ন কক্ষ ঘুরে দেখা যায়, নীচতলার গ্রীল কাটা ও দরজা’র তালা ভেঙ্গে দেওয়া হয়েছে। টাকা রাখার লকার খোলা। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজি মাহবুবুর রহমান সোমবার বিকেল ৪টায় বলেন, এটি ডাকাতি না। তিনি বলেন, ৩জন ভেতরে ঢুকছিল। ৩জন জন মিলে লুট করলে ডাকাতি বলা যায় না। আমরা সরেজিমেন আছি, আরো জানার চেষ্টা করছি।