ফেনীতে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৬:২২:৪৭ অপরাহ্ন
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ফেনীতে বন্যা কবলিত মানুষের মধ্যে গত ২৮ সেপ্টেম্বর নগদ অর্থ সহায়তা প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আজহারুল ইসলাম রানা এবং মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা.তাহের উদ্দিনের নেতৃত্বে ৩০ সদস্যের একটি হেলথ টিম এই সেবা প্রদান করে।
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার নিজকুঞ্জড়া স্কুলে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর সৌজন্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ কার্যক্রম এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। ফেনী ফুলগাজী উপজেলায় দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজারের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারবৃন্দ। রোগী দেখা ছাড়াও প্রায় ২০০ পরিবারের মধ্যে বন্যা পরবর্তী পুনর্বাসন এর জন্য ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল হক। আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসারসহ নর্থ ইষ্ট মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ ও ছাত্র ছাত্রীবৃন্দ। বিজ্ঞপি