গোয়াইনঘাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৫:৩২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গোয়াইনঘাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কার্যালয়ের শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক রুমানা আক্তার নিপু প্রমুখ।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী শান্তা রানী চন্দ। আলোচনা সভা শেষে কন্যাশিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয় ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রীর নিকট অনুদানের চেক প্রদান করা হয়।