সুনামগঞ্জে ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৭:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অনিয়মের প্রতিবাদ করা হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা সেই লক্ষ্যে কাজ করব।
সোমবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামল সিলেটের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দৈনিক জালালাবাদ জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, আরটিভি’র জেলা প্রতিনিধি শহীদ নুর আহমেদ, ডিবিসি জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ, বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, সিলেট বাণী প্রতিনিধি মাসুক মিয়া, যমুনা টিভি’র জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মোশফিকুর রহমান স্বপন ও জাকারিয়া আহমেদ প্রমুখ।