দোয়ারায় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৮:৫৮ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে দোয়ারাবাজারে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়ারাবাজার থানার আয়োজনে এ আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হকের সভাপতিত্বে ও এসআই বাশার আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারাবাজার সার্কেল সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, পূজা উদযাপন কমিটির সভাপতি সুনাধন দে, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, উপজেলা জামায়াতের আমির ডা. মো. হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির নেতা এম এ আব্দুল বারি, আব্দুল মছব্বির, কাজী মনিরুজ্জামান কাজল, আব্দুল ওয়াদুদ, উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক প্রতাপ চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক ও মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য দিপক দাস, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দাস, শিলু দাস।