সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৭:০২:৪১ অপরাহ্ন
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১/২ এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মানবববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানবববন্ধনের আয়োজন করা হয়
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক (বিআরইবি-পিবিএস) একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রধান সমন্বয়কারী মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম আরিফ শাহরিয়ার ফাহাদ, ডিজিএম মো. নাঈমুল হাসান, ডিজিএম মো. সাইফুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী, ডিজিএম পার্থ চক্রবর্তী, ডিজিএম মো. রফিকুল ইসলাস, ডিজিএম মো. আব্দুল হাফিজ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম মো. মনসুর হোসেন, সঞ্জয় ভৌমিক, মো. মাকসুদুর রহমান তানভীর, মো. কাজল মিয়া, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম মো. সানোয়ার হোসেন, জয় মিত্র, রানা আহমদ, মো. সাইফুল ইসলাম, মো. রাসেদুজ্জামান, মো. রুহুল আমিন, মো. আহসান হাবিব, জুনিয়র ইঞ্জিনিয়ার মো. সাদিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবরে পেশ করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি পেশকালে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ এর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি