চা বাগান প্রতিনিধিদের নিয়ে এডভোকেসি সভা
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৪:১৯ অপরাহ্ন
চাইল্ডএইড নেটওয়ার্ক জার্মানির অর্থায়নে এবং উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নাধী এ্যানহেন্সিং চাইল্ড এডুকেশন ইন টি গার্ডেন প্রকল্পের আওতায় গত ২২ সেপ্টেম্বর নগরীর একটি হোটেলে সিলেট জেলার সিলেট সদর ও গোয়াইনঘাট উপজেলার ৬টি চা-বাগানের (বুরজান, কালাগুল, ছড়াগাং, গুলনি, হিলুয়াছড়া, তারাপুর) মোট ২৩ জন চা-বাগান কর্তৃপক্ষ প্রতিনিধিদের নিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
আইডিয়া’র পরিচালক (কর্মসূচী) নাজিম আহমেদ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আইডিয়া’র নির্বাহী পরিচালক নজমুল হক। সভার মূল বিষয়টি উপস্থাপন করেন প্রকল্পের সমন্বয়ক সুদীপ্ত চৌধুরী। সভায় বক্তারা চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয় সমূহের স্থান ও শিক্ষক বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, বাগান কর্তৃপক্ষের মনিটরিং বৃদ্ধি, স্থানীয় প্রশাসন ও সরকারের সহযোগিতা এবং দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণসহ আরও বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। বিজ্ঞপ্তি