বেলুচিস্তানে বন্দুকধারীর হামলায় নিহত ১৫
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫২:৫১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার হামলার ঘটনা ঘটে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তান পুলিশ সরকারিভাবে জানিয়েছে, ঘটনায় সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে অসমর্থিত সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, ১৫ জন নিহত হয়েছে। বেলুচিস্তানের পশ্চিমে পাঞ্জগুর অঞ্চলে এই ঘটনা ঘটেছে। প্রথম আক্রমণের পর আশপাশে বেশ কয়েকটি এলাকায় আরও হামলার ঘটনা ঘটে।
বালোচ সশস্ত্র গোষ্ঠীগুলির বক্তব্য, তাদের এলাকায় বাইরের অঞ্চল থেকে কেউ এসে কাজ করতে পারবে না। গত আগস্টে বালোচ লিবারেশন আর্মি বেশ কিছু আক্রমণ চালায়। তাতে ৩৯ জন শ্রমিকের মৃত্যু হয়। বিচ্ছিন্নতাবাদীরা হাইওয়েতে ট্রাক থামিয়ে বেছে বেছে অ-বালোচ শ্রমিকদের গুলি করে হত্যা করে।
এর আগে গত মে মাসে গদর বন্দর শহরে সাত জন নাপিতকে একই কারণে হত্যা করা হয়েছিল। গত এপ্রিলে ১১ জন পাঞ্জাবি শ্রমিককে হত্যা করা হয়। পাকিস্তানের দরিদ্রতম অঞ্চলগুলির অন্যতম বেলুচিস্তান। এই অঞ্চলে সশস্ত্র বাহিনীর সদস্য এবং বাইরের শ্রমিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আক্রমণ চালিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠীগুলো।