ভারতে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিয়ানীবাজারে জমিয়তের মিছিল
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩০:৫০ অপরাহ্ন
ভারতের মহারাষ্ট্রে রাসূল (সা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নিতেশ রানসহ দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিয়ানীবাজারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ আসর প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রনেতা শরীফুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল আওয়াল নাগপুরী, মাওলানা আব্দুশ শহীদ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিটের জমিয়ত, যুব ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি