সুনামগঞ্জে শিবিরের সিরাত সেমিনার
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩২:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সীরাতুন্নবী সাঃ উপলক্ষে সুনামগঞ্জে সিরাত সেমিনার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে স্বাগত আলোচনা পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মনিরুজ্জামান পিয়াস।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফারহান শাহরিয়ার ফাহিম। সেমিনারে দারসুল কোরআন পেশ করেন অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দাওয়াত ও দ্বীন প্রতিষ্ঠায় নবীদের মিশন বিষয়ক আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খান। আরও বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন এর সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম আল মাদানী, কেন্দ্রীয় সহ সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার, মাওলানা আব্দুস সাত্তার, এডভোকেট মোহাম্মদ আবুল বাশার। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।