বালাগঞ্জে জামায়াতের সিরাতুন্নবী মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩৩:২১ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (সা:) মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪ টা থেকে ওসমানীগঞ্জ বাজারে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখার আমীর মাওলানা তরিকুল ইসলামের সভাপতিত্বে শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সহ সভাপতি দেলোয়ার আল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৌদিআরব ও মিশরের সাংগঠনিক কমিটির সভাপতি আজাদ সোবহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবি শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন শামিম, বালাগঞ্জ উপজেলা আমীর ডা: মুহাম্মদ আব্দুল জলিল, বালাগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ কুতুব উদ্দিন, বালাগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারি এডভোকেট রহমত আলী, জামায়াত নেতা এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, শ্রমিক কল্যাণ ফেডারেশন বালাগঞ্জ উপজেলা সভাপতি জুলেখ মিয়া, উপজেলা কর্মপরিষদ ও শুরা সদস্য মো: আমির আলী, ইসলামি ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম পাঠাগার সম্পাদক শেখ মুফাক্কির আহমেদ, জামায়াত নেতা জালাল আহমদ, ইসলামী ছাত্রশিবির বালাগঞ্জ উপজেলা দক্ষিণ সভাপতি আবিদ আলী, ছাত্রশিবির বালাগঞ্জ উপজেলা উত্তর সভাপতি হাফিজ তাহসিন আহমদ প্রমুখ।