দোয়ারায় নসকস মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩৪:৪০ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) প্রতিবারের মতো এবারো আয়োজন করেছে ৩৩তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪। শনিবার সন্ধ্যায় নসকস মিলনায়তনে উক্ত মেধাবৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নসকস সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ফখর উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রফিকুর রহমান, আবিদ রনি, সিনিয়র সদস্য আশিকুর রহমান মেম্বার, সহসভাপতি প্রিন্সিপাল হাসান আলী, সহসেক্রেটারি হোসাইন আহমদ, প্রচার সম্পাদক সোহেল মিয়া ও হাফিজ সাইদুর রহমান প্রমূখ।
ঘোষণা অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে রেজিষ্ট্রেশন কার্যক্রম এবং ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বৃত্তি পরীক্ষা। বৃত্তি পরীক্ষায় ৫ম ও ৮ম শ্রেণীর স্কুল ও মাদরাসার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে বলে আয়োজকরা জানিয়েছেন।