সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের সম্মাননা
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩৮:২৩ অপরাহ্ন
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে প্যারিসে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব অনুষ্ঠিত হয়েছে রোববার ২৯ সেপ্টেম্বর। প্যারিস এর মাক্স দখমী হলে অনুষ্ঠিত উৎসবে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
ফ্রান্স শাখার সভাপতি ফয়সাল আহমদ এর সভাপতিত্ব এবং সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্ট সদস্য (ইউকে) ফয়সল চৌধুরী এমবিই। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা প্রফেসর ড: সুফিয়া রহমান, লন্ডন ব্যুরো অব টাওয়ার হেমলেটস কাউন্সিল এর স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্যবসায়ী ইকবাল আহমদ এমবিএ, চ্যানেল এস চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, গ্লোবাল জালালাবাদ এর কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব, সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল, ইতালি জালালাবাদ এর প্রতিষ্ঠাতা সভাপতি অলিউদ্দিন শামিম, বাংলাদেশ ক্যটারার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফয়জুল হক, সেক্রেটারী মিতু চৌধুরী, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন’র ট্রেজারার রফিকুল হায়দার, সংগঠনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ছুটন, যুগ্ম সম্পাদক আবদুল অদুদ দীপক, সংগঠনিক সম্পাদক মিজু চৌধুরী, কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, সাংবাদিক হাসানুল হক উজ্জ্বল, সাংবাদিক মইন উদ্দিন মনজু, সাংবাদিক ইব্রাহিম খলিল প্রমুখ। এছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, স্প্যান, ফ্রান্স ও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক সিলেটি তথা জালালাবাদবাসী এই উৎসবে অংশগ্রহণ করে। সাংবাদিকতায় মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও এম এ মান্নান আজাদসহ বিভিন্নজনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। বিজ্ঞপ্তি