মৌলভীবাজারে সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরি স্বামীসহ আটক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪০:২১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর বিশেষ অভিযানে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেত্রী ড. জান্নাত আরা হেনরিকে মৌলভীবাজার থেকে সোমবার আটক করা করেছে। এ সময় তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারকে আটক করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: মশিহুর রহমান সোহেল সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন এক বিজ্ঞপ্তিতে জানান, মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় জনৈক মো. দেলোয়ার হোসেন বাচ্চুর বসতবাড়িতে আত্মগোপনে ছিলেন তারা দুজন। তাদের এখানে অবস্থান রয়েছে এমন গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে আটক করা হয়। মৌলভীবাজার সদর মডেল থানায় তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।