কুলাউড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪১:২৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ‘জাতীয় কন্যা শিশু দিবস’ উদযাপন করা হয়। সোমবার শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।বিশেষ অতিথি ছিলেন রুদ্রবীণা সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ ড. রজত কান্তি ভট্টাচার্য, সংগীত শিল্পী হোসনে আরা বেগম ও নান্টু দাস, সহকারী শিক্ষক সুমি চক্রবর্তী প্রমুখ। সভাশেষে কন্যা শিশুদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।