দুর্গোৎসব নিয়ে দিরাইয়ে প্রশাসনের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪৩:৫৪ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপত্তার সাথে উদযাপন করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ টায় উপজেলা পরিষদ গণমিলনায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর খোন্দকার। সভার শুরুতেই এবছর শারদীয় দুর্গাপূজায় সরকারি নির্দেশনার বিবরণ তুলে ধরেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বক্তব্য রাখেন দিরাইয়ে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোঃ ফাইয়াজ ও দিরাই থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক।
মতবিনিময়কালে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও দিরাই পৌর প্রশাসক অভিজিৎ সুত্রধর, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) পরশুরাম তরফদার, দিরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল কুদ্দুছ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুরঞ্জন রায়, সদস্য সচিব ধনীর রঞ্জন রায়, সদস্য রতি রঞ্জন দাস, সুকেতু রঞ্জন দাস, স্বাধীন কুমার চৌধুরী, নিশিকান্ত চৌধুরী চানু, নিরঞ্জন দাস, দয়াময় দাস, গোপেশ চন্দ্র দাস, উপজেলা আনসার ভিডিপির কমান্ডার ডালিম আহমেদ, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংবাদিক মোশাহিদ সরদার ও উবাইদুল হক প্রমূখ।