সচিবালয়ে হট্টগোল: ১৭ কর্মকর্তা অভিযুক্ত
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫২:২১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন কর্মকর্তাকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে এ ঘটনায় গঠিত কমিটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন। সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
জানা গেছে, জেলা প্রশাসক নিয়োগ দিয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা দুটি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনায় ১৭ জন উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের মধ্যে আটজনকে গুরুদ-, চারজনকে লঘুদ- এবং পাঁচজনকে তিরস্কারের সুপারিশ করেছে এ-সংক্রান্ত তদন্ত কমিটি।
এরআগে সরকার ৯ সেপ্টেম্বর দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়। পরদিন ১০ সেপ্টেম্বর আরও ৩৪ জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়। ডিসি হিসেবে নতুন নিয়োগ পাওয়া এই ৫৯ জনকে নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ জানান একদল কর্মকর্তা। ডিসি নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ১০ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে তিন ঘণ্টার বেশি সময় হট্টগোল করেন তাঁরা। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছ থেকে দুটি প্রজ্ঞাপন বাতিলের আশ্বাস পেয়ে সচিবালয় ছাড়েন নিজেদের বঞ্চিত দাবি করা এই কর্মকর্তারা।