সিলেটে ফুড কোর্টে যৌথ অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫৭:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে সোমবার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরীর সুবিদবাজার ও আম্বরখানা এলাকায় এই অভিযান চালায় তারা। এসময় ১৬ টি ফুড কোর্ট প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ফ্রোজেন ফুড সংরক্ষণ করার অপরাধে ৪ প্রতিষ্ঠানকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমান করা হয়।
অভিযানে সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সুবর্ণা সরকার ও সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় নেতৃত্ব দেন। এতে বিএসটিআই সিলেট এর কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও মো. মঈন উদ্দিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পরীক্ষক হিসেবে ছিলেন ইমদাদুল হক লিসান।