সিলেটে বিজিবির হাতে ৫ দিনে ৬ কোটি টাকার অবৈধ পণ্য আটক
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৯:১৮:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কঠোর নজরদারী ও জোরালো অভিযানের মধ্যেও সিলেটে থেমে নেই চোরা-চালান। ২ দিনের ব্যবধানে সিলেট সীমান্তে শুধু বিজিবির হাতে আটক হয়েছে দেড় কোটি টাকার পণ্য। এরমধ্যে সোমবার (৩০ সেপ্টেম্বর) জব্দ করা হয়েছে পৌণে এক কোটি টাকার অবৈধ পণ্য। আগের দিন রোববারও সিলেটের বিভিন্ন সীমান্তে আরো পৌণে একটি কোটি টাকার অবৈধ পণ্য আটক করে বিজিবি।
এদিকে এর আগে টানা ৩ দিনে আরো দেড় কোটি টাকার অবৈধ পণ্য আটক করেছিল বিজিবি। এ নিয়ে গত ৫ দিনে সিলেটের বিভিন্ন সীমান্তে শুধু বিজিবির হাতে আটক হলো ৬ কোটি টাকার অবৈধ পণ্য।বিজিবি ছাড়াও সিলেটের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের অভিযানে ভারতীয় চিনি-মাদকসহ অবৈধ পণ্য আটক করা হচ্ছে। বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় চিনির সঙ্গে সিলেটে এবার ধরা পড়েছে চা-পাতার চালান। বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে সিলেটের গোয়াইনঘাটে সীমান্ত এলাকা থেকে ৮৭১ বস্তা ভারতীয় চিনি ও ১ হাজার ৫৪৮ কেজি চা-পাতা জব্দ করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার সীমান্তবর্তী জাফলংয়ের রাধানগর ও তামাবিল এলাকায় সিলেট ব্যাটালিয়নের ৪৮-বিজিবির অভিযানে এসব জব্দ করা হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন, ৪৮-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সিলেট ব্যাটালিয়ন ৪৮-বিজিবির আওতাধীন প্রতাপপুর বিওপি ও তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮৭১ বস্তায় ৪৩ হাজার ৫৫০ কেজি চোরাই চিনি এবং ১ হাজার ৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করতে সক্ষম হয়। বর্তমান বাজারদর অনুযায়ী জব্দ করা চিনি ও চা-পাতার আনুমানিক মূল্য ৭৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা।
চোরাচালানবিরোধী অভিযানে জব্দ করা পণ্য নিলামে বেচার জন্য স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ঐ কর্মকর্তা। বিজিবি সিলেট সূত্রে জানা গেছে, রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিকোরি পাউডার ৮৫৫ কেজি, চিনি ৪ হাজার ৪৪০ কেজি, সুপারি, পাথর, বালি ও মাদকদ্রব্য জব্দ করে। এসবের আনুমানিক মূল্য ৭৪ লক্ষ ৭৯ হাজার ১৫০ টাকা। এছাড়াও অভিযানকালে অবৈধভাবে পাথর উত্তোলনকারী একটি নৌকাও আটক করে বিজিবি। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা দেয়ার প্রস্ততি চলছে।
এর আগে গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ৭৮ বিজিবি ব্যাটিলিয়নের অধীনস্থ বিওপি সিলেট এবং সুনামগঞ্জ জেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৮৭০ কেজি ভারতীয় চিনি, ১ হাজার ৭১ পিস মিরাকের সাইন অ্যান্ড গ্লো ক্রিম, আটটি গরু, ১২০ কেজি চা-পাতা, মোটরসাইকেল, ডেরোবিন ক্রিম, ৪০৫ কেজি বাংলাদেশী শিং মাছ ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী বারকি নৌকা আটক করে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ ৯২ হাজার ৪২০ টাকা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১০৮টি শাড়ি, ১৬টি লেহেঙ্গা, ৫৪১০ পিস স্কিন সাইন ক্রিম, ৩৭৪ মিটার মকমলের থান কাপড়, আটটি গরুসহ চিনি, রসুন ও পাথর উত্তোলনকারী নৌকা আটক করে বিজিবি। যার বাজারমূল্য আনুমানিক ৫৩ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা।
এর একদিন আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুরে ৪৮ বিজিবির শ্রীপুর বিওপির অভিযানে চোরাই পথে আসা ৩২টি ভারতীয় মহিষ আটক করে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৪০ হাজার টাকা।