শাবির গণিতের নতুন বিভাগীয় প্রধান ড. আশরাফ উদ্দিন
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ৯:২৫:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন। তিনি অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদের স্থলাভিষিক্ত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করা হয়। এ আদেশ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে কার্যকর হবে এবং পরবর্তী ৩ বছর তিনি দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন বলে অফিস আদেশে জানানো হয়।অফিস আদেশে বলা হয়, শাবির গণিত বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদের মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে। এমতাবস্থায় বিভাগটির পরবর্তী বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপক ড. মোঃ আশরাফ উদ্দিনকে বিশ্ববিদ্যালয় আইনের ২৯ (২) এবং প্রথম সংবিধির ৪(২) ধারা অনুসারে নিযুক্ত করা হলো।
নতুন দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন বলেন, বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া সব শিক্ষকের জন্যই আনন্দের। নতুন বিভাগীয় প্রধান হিসেবে চেষ্টা করবো বিভাগকে আরো ভালো অবস্থানে নিয়ে যাওয়ার। এ বিষয়ে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর সহযোগিতা কামনা করছি।